1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
বিদেশিদের নয়, আমরা চাই জনগণের সমর্থন: কৃষিমন্ত্রী — Nobanno TV
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

বিদেশিদের নয়, আমরা চাই জনগণের সমর্থন: কৃষিমন্ত্রী

নবান্ন
  • আপডেট সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি বলছে এই সরকারের প্রতি বিদেশিদের সমর্থন নাই।

কিন্তু আমাদের বিদেশিদের সমর্থনের কোনো দরকার নাই। আমরা চাই জনগণের সমর্থন।

জনগণ এদেশের মালিক। জনগণ নির্ধারণ করবে, আমাদের প্রতি তাদের সমর্থন আছে কিনা। সেটা নির্বাচনে প্রমাণ হবে।

শনিবার (২৪ জুন) দুপুরে টাঙ্গাইলের মধুপুর অডিটরিয়ামে শিক্ষক ফেডারেশনের আত্মপ্রকাশ ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,

আগামী ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন কেন্দ্র করে তারা আবার দেশটাকে উত্তাল করতে চায়।

সংবিধানের আলোকে আগামি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

যারা বিদেশিদের কাছে হাত পাতছেন, তাদের কাছে ধর্ণা দিচ্ছেন,

তাদের কাছে ভিক্ষা চাচ্ছেন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করার জন্য-আমি তাদের উদ্দেশ্য বলতে চাই,

মুক্তিযুদ্ধের সময়ও অনেক বিদেশি শক্তি আমাদের বিরুদ্ধে ছিলো।

সেই সময় দেশের জনগণ আমাদের পক্ষে ছিলো।

তিনি আরও বলেন, এই সরকার নির্বাচিত সরকার। এই সরকার জনগণের সরকার।

জনগণের জানমালের, জনগণের সম্পদের ও জনগণের নিরাপত্তা দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব। আমরা সর্বোচ্চ উদ্যোগ নিয়ে এগুলো মোকাবেলা করবো।

কৃষিমন্ত্রী বলেন, ২০১৪/১৫ মতো আর তাণ্ডব চালাতে দিবো না বিএনপিকে।

মানুষকে জীবন্ত হত্যা করবেন, পুলিশের গাড়িতে আগুন দিবেন, তা হবে না এখন। বর্তমান সরকার এগুলোকে প্রতিহত করতে পারে।

তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আবার দেশটাকে উত্তাল করতে চাচ্ছে।

তারা ১৪ সালে যে তাণ্ডব চালিয়েছেন, সেরকম আর তান্ডব চালাতে পারবেন না।

বর্তমান সরকার দেশের সুশাসন প্রতিষ্ঠা করেছেন, উন্নয়ন করেছেন, জনগণ সরকারের সাথে রয়েছে, জনগণকে নিয়ে আমরা প্রতিরোধ করবো।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী অনেক বেশি সুশৃঙ্খল, অনেক বেশি সংগঠিত, তাদের দায়িত্ব বর্তমান সরকারকে নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করা।

আমার দৃঢ় বিশ্বাস তারা সে সক্ষমতা রাখে, তারা কোনো রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে দিবে না।

এসময় মধুপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুশীল কুমার দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন

ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা গবেষণা কমিটির কো অর্ডিনেটর প্রফেসর ডক্টর আবু হাদী নুর আলী খান,

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, মধুপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব আলী প্রমুখ।

 

নবান্ন

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com