নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ জুলাই) প্রথম দিনে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয় ধানমণ্ডি ৩/এ থেকে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন
সাবেক সিনিয়র সচিব ও মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটির সদস্য সাজ্জাদুল হাসান।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল বুধবার (১৯ জুলাই) বিকাল ৫টা পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমার কার্যক্রম চলবে।
নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) বেগম রেবেকা মমিনের মৃত্যু হয় গত ১১ জুলাই।
পরের দিন ১২ জুলাই শনিবার আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সই করা এ সংক্রান্ত গেজেটে বলা হয়েছে,
বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য বেগম রেবেকা মমিন গত ১১ জুলাই মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ১৬০ নেত্রকোনা-৪ আসনটি ওই তারিখে শূন্য হয়েছে।
এদিকে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।
এক্ষেত্রে আগামী ৮ অক্টোবর ৯০ দিন পূরণ হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী ২৪ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন আগ্রহীরা। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ জুলাই; আর মনোনয়ন প্রত্যাহার করা যাবে ৩১ জুলাই পর্যন্ত।
এর পর ২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে।
এর আগে রোববার (১৬ জুলাই) নির্বাচন কমিশনের সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
আরও পড়ুন :