৯০ দশকের শেষদিকে পশ্চিমবঙ্গের হুগলির জেলায় হুব্বা শ্যামল নামক এক গ্যাংস্টারের উত্থান ঘটে। অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন তিনি।
তার জীবনকে কেন্দ্র করে নতুন সিনেমা তৈরি করলেন পরিচালক ব্রাত্য বসু। যার নাম ভূমিকায় থাকছেন মোশাররফ করিম।
রবিবার (২৩ জুলাই) প্রকাশিত হয়েছে ‘হুব্বা’ সিনেমার প্রথম ঝলক।
সিনেমাটি প্রসঙ্গে পরিচালক ব্রাত্য বললেন,
‘থ্রিলার এবং কমেডির মিশেলে তৈরি করা হয়েছে এ সিনেমা। হুব্বা শ্যামল ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামেই পরিচিত ছিলেন।
খুন, জখম, ড্রাগ পাচার ইত্যাদি বহু অপরাধে অপরাধী। অসংখ্য পুলিশি মামলা ছিল তার নামে। এক সময় তিনি ভোটে দাঁড়াতেও চান। যতবারই তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ, প্রতিবারই জামিন পেয়ে গিয়েছিলেন।
২০১১ সালে বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের মৃতদেহ ভেসে ওঠে। এ সিনেমার মাধ্যমে আমি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং অপরাধ জগতের চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’
‘হুব্বা’ সিনেমায় আরও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।
সিনেমাটি প্রযোজনার দায়িত্বে রয়েছে ফিরদৌসল হাসানের প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস্ কমিউনিকেশন’। তবে এখনও মুক্তির তারিখ ঘোষণা করেনি সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, ২০২১ সালে টালিউডে অভিষেক হয় অভিনেতা মোশাররফ করিমের।
ব্রাত্য বসুর নির্মাণে ‘ডিকশনারি’ সিনেমার মাধ্যমে তাকে প্রথমবার কলকাতার মানুষ বড় পর্দায় দেখে। সিনেমাটি প্রশংসাও পায় বেশ।
সেই সুবাদে একই নির্মাতার নতুন এই সিনেমাতেও ডাক পান মোশাররফ। ফলে ৩ বছর পর ফের কলকাতার সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে।
আরও পড়ুন :