চিত্রনায়িকা পূজা চেরি সবসময় সামাজিক মাধ্যমে সরব থাকেন। মা হারানোর বেদনা পূজা চেরি এখনও ভুলতে পারেননি। তবুও স্বাভাবিক জীবনে ফিরতে হয়েছে তাকে। শিশুশিল্পী থেকে খুব অল্প সময়ে নিজের ক্যারিয়ার তৈরি করেছেন তিনি। সম্প্রতি তার একটি সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পূজা চেরি বলেন, ‘সত্যের পক্ষে থাকতেই আমি পছন্দ করি। আর আমি কখনও সুবিধাবাদী ছিলাম না। সাক্ষাৎকারে পূজা চেরি বলেন, ‘যেটা সত্য সেটাই হওয়া উচিত এবং যেটা সত্য সেটার পক্ষে থাকা উচিত আর আমি আসলে সত্যের পক্ষে থাকতে পছন্দ করি।’
অভিনেত্রীর ভাষ্য, ‘আমার সবকিছু ভালো লাগে নতুন বাংলাদেশে পুরাতন বাংলাদেশ। সবকিছু মিলিয়ে বাংলাদেশকে আমার খুব ভালো লাগে। যেহেতু আমি কোন কিছুর সাথে জড়িত ছিলাম না, এবং আমার কাছে মনে হয় যে সত্যের পক্ষে থাকাটা জরুরি সেটা যে পক্ষের হোক না কেন। যে সত্য তার পক্ষে থাকাটা জরুরি এবং আমি কখনও সুবিধাবাদী লোক ছিলাম না।’
পূজা জানান, ভালো জায়গা থেকে কখনো সুবিধা গ্রহণ করেননি বা কেউ ক্যারিয়ারে পিছিয়ে থাকলে তার ক্ষতি করে খারাপ মন্তব্য করেননি।
সবশেষে তিনি বলেন, আমি চায় দর্শকদেরকে ভালো কাজ উপহার দিতে, যাতে আমার ভালো কাজ দর্শকরা দেখতে পারে। আপাতত কোন পরিকল্পনা নেয় কিছু কাজের কথা চলছে সেই কাজ গুলো নিয়ে এগুচ্ছি।
উল্লেখ্য, বিনোদন অঙ্গনে শিশুশিল্পী হিসেবে কাজ শুরু হয় পূজা চেরির। নাচে পারদর্শী পূজা ছোটবেলায় বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রে সমানতালে শিশুশিল্পী হিসেবে কাজ করেন। নায়িকা হিসেবে তার সিনেমায় যাত্রা শুরু‘নূরজাহান’ দিয়ে। এতে নায়ক ছিলেন কলকাতার আদৃত।