খ্যাতিমান শাস্ত্রীয় সংগীতশিল্পী সঞ্জয় রাম মারা গেছেন। ভারতীয় এই শাস্ত্রীয় শিল্পী মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এই শিল্পীর বয়স হয়েছিল ৬৮ বছর।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে, হৃদরোগে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। এরপর রোববার রাতে মৃত্যু হয় সঞ্জয় রামের।
জনপ্রিয় সংগীতশিল্পী পণ্ডিত রাম মারাঠের বড় ছেলে সঞ্জয় রাম। ছোটবেলা থেকেই শিল্পকলার প্রতি তার গভীর ভালোবাসা। শুধু তাই নয়, থিয়েটারের সঙ্গে নিয়মিত যুক্ত ছিলেন তিনি।
কিছুদিন আগেই বাবার জন্মশতবার্ষিকীতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন পণ্ডিত সঞ্জয় রাম। মঞ্চে নিজেই একের পর এক সুর ধরেছিলেন। এবার সেই সুরেলা সফরই স্তব্ধ হল।