আজ তিনি বলিউডের বাদশা। সর্বশেষ বাজিমাত করেছেন ‘জওয়ান’, ‘পাঠান’ ও ‘ডাঙ্কি’ ছবিতে। তবে ক্যারিয়ারের শুরুতে নানা চড়াই-উৎড়াই পার করতে হয়েছে তাঁকে। এমনকি শেষ তিনটি ছবিতে সাফল্য আসার আগেও ফ্লপের পাল্লাই ছিল ভারি। ভক্তদেরও সংশয় ছিল যে, তাদের প্রিয় অভিনেতা আবারও ঘুরে দাঁড়াতে পারবেন কি-না! সব মিলিয়ে শাহরুখকেও ঘিরে ধরেছিল হতাশা।
এবার দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া গ্লোবাল ফ্রেইট সামিটে সেই সময়ের কথাই তুলে ধরলেন কিং খান। স্পষ্ট জানান, একসময় ক্যারিয়ারের কথা ভেবে বাথরুমে বসে ঘণ্টার পর ঘণ্টা কাঁদতেন তিনি।
শাহরুখ বলেন, ‘কখনও যদি ব্যর্থতা আসে, তাহলে নিজের অফিস বা কাজকে দোষ না দিয়ে ইকোসিস্টেমকে বুঝতে হবে। ঠিক কোথায় ভুল হচ্ছে, তা দেখতে হবে। তাহলেই এগিয়ে যাওয়া সম্ভব। আমার একটার পর একটা ছবি যখন ফ্লপ হচ্ছিল, তখন বাথরুমে বসে শুধুই কাঁদতাম। প্রথমে মনে হত, এই পৃথিবীর সমস্ত লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তবে বিষয়টা এটা নয়। নিজের ভুলগুলো ঠিক করে এগিয়ে গেলেই সাফল্য সম্ভব।’
এদিকে, শাহরুখের কাঁধে এখন প্রচুর চাপ। নিজের ক্যারিয়ারের পাশাপাশি ছেলে-মেয়েকে নিয়েও ভাবছেন তিনি। একদিকে যেমন আরিয়ানকে ক’দিন আগে পোশাকের কোম্পানি খুলে দিয়েছেন, আবার তাঁর পরিচালিত প্রথম সিরিজের জন্যও খাটছেন শাহরুখ। শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে আরিয়ানের এই সিরিজ। আর বলিউড সূত্র অনুযায়ী, শাহরুখ নাকি ২০০ কোটি টাকা খরচ করে মেয়ে সুহানার জন্য ছবি প্রযোজনা করতে চলেছেন।
সুজয় ঘোষের পরিচালনায় পর্দা ভাগাভাগি করবেন শাহরুখ ও তাঁর মেয়ে সুহানা। এতে শাহরুখের সঙ্গে যৌথ প্রযোজনায় থাকছেন সিদ্ধার্থ আনন্দ। ঘনিষ্ঠ সূত্রে ভারতীয় সংবাদমাধ্যমে খবর, সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ভাবা হয়েছে। গোয়েন্দার ভূমিকায় যেখানে থাকছেন বাদশাকন্যা, সেখানে কিং খানকে ‘হ্যান্ডলার’-এর ভূমিকায় দেখা যেতে পারে। যিনি রহস্য সমাধানে সুহানাকে দিক নির্দেশনা দিবেন।