না ফেরার দেশে চলে গেলেন প্রথিতযশা অভিনেত্রী মিতা চৌধুরী। বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে যুক্তরাজ্যের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
অভিনেত্রী মিতা চৌধুরীর মৃত্যুর খবরটি তার ফেসবুক আইডি থেকে নিশ্চিত করেন মেয়ে নাভিন।
জানা গেছে, মিতা চৌধুরী স্বামী-সন্তানের সঙ্গে যুক্তরাজ্যে বসবাস করতেন। তিনি ক্যানসার আক্রান্ত ছিলেন।
সত্তর-আশির দশকের জনপ্রিয় এই নাট্যশিল্পী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। ২০০৬ সালে দেশে ফিরে আবার নাটকে অভিনয় শুরু করেন।
এটি তার দ্বিতীয় অধ্যায়। এরপর আবার নিয়মিত অভিনয় করেছেন। তার প্রথম ধারাবাহিকের নাম ‘শান্ত কুটির’।
শুধু টিভি নাটকই নয়, মঞ্চে ‘সূচনা’ ও ‘গুড নাইট মা’ এর মতো প্রযোজনায় নিজেকে জড়িয়েছেন তিনি।
এছাড়া যুক্তরাষ্ট্রের নাট্যকার মারশা নরম্যানের ‘নাইট মাদার’ অবলম্বনে ‘গুড নাইট মা’ এর পাণ্ডুলিপি তৈরি করেন মিতা চৌধুরী।
নাটক ছাড়াও একাধিক সিনেমাতে কাজ করেছেন গুণী এই অভিনেত্রী। মিতা চৌধুরী অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে–বিষ, আন্ডার কনস্ট্রাকশন ও মেড ইন বাংলাদেশ।
আরও পড়ুন :