আবারও খবরের শিরোনামে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি গ্রেফতারি পরোয়ানা জারির পর আত্মসমর্পণ করে জামিন পান তিনি। তার জামিনদার হয়েছেন তরুণ প্রজন্মের গায়ক শেখ সাদী। এর পর থেকেই অন্তর্জালে ছড়িয়ে পড়েছে তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জন। এদিকে পরীমণি ফেসবুকে লিখেছেন তার ভালোবাসার মানুষকে পরিচয় করিয়ে দেয়ার কথা।
নিজের ফেসবুকের ব্যানার লাল করে পরীমণি একটি পোস্ট দিয়েছেন। পোস্টটি দেয়ার কিছুক্ষণের মধ্যে ছড়িয়ে পড়েছে ঝড়ের
গতিতে।
ক্যাপশনে পরী লিখেছেন, ‘লাইভে, আজ রাত ১০টায় আপনাদের সাথে আমার ভ্যালেন্টাইন এর পরিচয় করিয়ে দেব।’
ভালোবাসার ইমোজি দিয়ে তিনি আরও লিখেছেন, ‘আসছি’।
গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ১টার পর পরীমণি তার ফেসবুক আইডিতে লেখেন, আপনি ভুল মানুষে বিশ্বাস, ভরসা করবেন, মারা খাইলে তাদের দোষ দিবেন এটা তো ঠিক না বস! তাই সমস্ত সমস্যা আপনারই।
নিজের জীবনের কিছু গোপন তথ্য সঠিক মানুষের কাছে থাকলেই আপনি নিরাপদ থাকবেন। নয়তো আপনার জীবন নানা সমস্যায় জর্জরিত হবে এমনটা জানিয়ে ভক্তদের তিনটি সঠিক পরামর্শ দিতেও চেষ্টা করেন পরী।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর ভালোবেসে চিত্রনায়ক শরিফুল রাজকে বিয়ে করেন পরীমণি। এরপর ২০২২ সালের ১০ আগস্ট তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্ম হয়। পরের বছরেই বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি।