এক বছরে পা রাখলেন ঢাকাই সিনেমার আলোচিত দম্পতি চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণির সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য ।
বৃহস্পতিবার (১০ আগস্ট) ছিল এই তারকা পুত্রের জন্মদিন।
তার একদিন আগেই (বুধবার) রাতে ছেলেকে দেখতে পরীমণির বাসায় হাজির হয়েছিলেন বাবা শরিফুল রাজ।
কিন্তু এদিন ছেলের দেখা পেলেও পরীর দেখা পাননি তিনি।
প্রায় মাস খানেক পর ছেলের সঙ্গে দেখা করায় বাবাকে চিনতে পারেননি রাজ্য। পরীমণি নিজেই জানিয়েছেন সেই তথ্য।
পরী বলেন, ‘আমার সঙ্গে রাজের দেখা হয়নি।
কারণ সে যখন বাসায় এসেছিল, তখন আমি আমার রুমের দরজা বন্ধ করে বসেছিলাম।’
তিনি আরও বলেন, ‘এরপর আমি ভিডিওতে দেখলাম, রাজ্যের সামনে দাঁড়িয়েছিল তার বাবা।
রাজ্য অনেকক্ষণ চুপচাপ বাবার দিকে তাকিয়ে ছিল।
অনেক দিন পর দেখা ছোট মানুষ হয়তো প্রথমে চিনতে পারিনি।
কিছুক্ষণ পর রাজ্য তার বাবাকে দেখে হেসে দিয়েছে, কোলে উঠেছে।’
রাজ চেষ্টা করেও কথা বলতে পারেননি জানিয়ে তিনি বলেন,
‘সে চেষ্টা করেছে আমার সঙ্গে কথা বলার জন্য, আমি বলিনি।
কারণ, তার জন্য আমার ভালোবাসার দরজা বন্ধ হয়ে গেছে। ছেলের সঙ্গে তার সম্পর্ক, আমার সঙ্গে নয়। অনেক সহ্য করেছি, আর নয়।’
প্রসঙ্গত, গত ২০ মে পরীমণিকে রেখে নিজের সব জিনিস নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ।
এরপর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দুজনের সম্পর্ক আরও খারাপ হয়।
এর পর থেকে দুজন আলাদা থাকছেন।
আরও পড়ুন :