1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
১১টি পৃথক সিটের নিচ থেকে ২৬ কেজি সোনা উদ্ধার বিমানবন্দরে —
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন

১১টি পৃথক সিটের নিচ থেকে ২৬ কেজি সোনা উদ্ধার বিমানবন্দরে

নবান্ন
  • আপডেট সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১৪৯ বার পঠিত
সিটের

রাজধানীর হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের ১১টি পৃথক সিটের নিচ থেকে মোট ২৬ কেজি সোনা উদ্ধারের কথা জানিয়েছে শুল্ক বিভাগ।

সোমবার (১৭ জুলাই) সকালে ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার প্রিভেনটিভ দলের কর্মকর্তা সেগুফতা মাহজাবিন জানান,

রোববার মধ্যরাতে দুবাই থেকে আসা এমিরেটসের ইকে-৫৮৪ ফ্লাইটটি তল্লাশি করে ৯৮টি নীল রঙের স্কচটেপে সোনার তরল পেস্ট উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস জানায়,

গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা ফ্লাইটটিতে কাস্টমস হাউস, ঢাকা এবং অন্যান্য সংস্থার অংশগ্রহণে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে বিমানটির ১১টি সিটের নিচ থেকে ৯৮টি নীল রংয়ের স্কচটেপে মোড়ানো ডিম্বাকৃতির স্বর্ণপেস্ট উদ্ধার করা হয়।

উদ্ধার করা স্বর্ণ পেস্টের ওজন প্রায় ২৬ কেজি।

যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকা।

কাস্টমস সূত্রে আরও জানা গেছে,

উদ্ধার করা সোনাগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়।

পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com