1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
মানুষ এখন রাজধানী থেকে গ্রামে হেলিকপ্টারে যান : মতিয়া চৌধুরী — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন

মানুষ এখন রাজধানী থেকে গ্রামে হেলিকপ্টারে যান : মতিয়া চৌধুরী

নবান্ন
  • আপডেট সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৯৯ বার পঠিত
মানুষ এখন রাজধানী থেকে গ্রামে হেলিকপ্টারে যান : মতিয়া চৌধুরী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, মানুষ এখন রাজধানী থেকে গ্রামে হেলিকপ্টারে যান। এখন আর পুরাতন কাপড় বিক্রি হয় না। ক্রেতাও পাওয়া যায় না।

গ্রামেও এখন কোনো কুঁড়েঘর দেখতে পাওয়া যায় না। এখন সব লাল সবুজের ঘর আপনাদের চোখে পড়বে। । এগুলো আওয়ামী লীগ সরকারের অর্জন।

আজ শনিবার (২৬ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকল সদস্যদের স্মরণে এক শোকসভায় মতিয়া চৌধুরী এ কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, দেশের কোথাও কোনো ভিক্ষুককে যদি পান্তা ভাত খেতে দেওয়া হয়, তখন তারা তা খেতে চায় না।

উল্টো ইংরেজি শোনায়, বলে আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে, আমি পান্তা খেতে পারি না।

 

তিনি আরও বলেন, শেখ হাসিনা অন্ন-বস্ত্র ও সর্বজনীন শিক্ষার জন্য বিনাপয়সায় বই ও লেখাপড়ার ব্যবস্থা করেছেন।

দেশকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অবিরাম কাজ করছেন। জাতির পিতার অসমাপ্ত স্বপ্নকে তার কন্যা শেখ হাসিনা একে একে বাস্তবায়ন করছেন।

 

আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির চেয়ারম্যান মোহাম্মদ জমিরের সভাপতিত্বে শোকসভায় উপস্থিত ছিলেন-

বাংলাদেশে নিযুক্ত ইইউ, আমেরিকা, কানাডা, চীন, অস্ট্রেলিয়ান, নেপাল, ভিয়েতনাম, কসোভো, আর্জেন্টিনা, জার্মানি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা।

 

এ ছাড়াও দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com