1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
সিংড়ায় জমির বিরোধে দুগ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৫ — Nobanno TV
শনিবার, ২২ মার্চ ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন

সিংড়ায় জমির বিরোধে দুগ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৫

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫ বার পঠিত

নাটোরের সিংড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ইব্রাহিম (৩২), এলাহী (২৭), সোহেল (১৯), নাসিম (২২), শাহাদত (৩৯), আবজাল (৪৪), রফিকুল (৪৮), মান্নান (৫৮), শাকিল (১৭), ফরিদ (৩৮), আলামিন (১৭), হনুফা (৪২),মাসুদ (৩২), সুজন (১৭), আজিজ (৪৯),জাকারিয়া (১৮), মান্নান (৫৫)।

এলাকাবাসী জানান, জাহেদ আলী ও আব্দুর রাজ্জাক নামে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। চার বছর আগে জাহেদ আলীর মৃত্যু হলে তার সন্তানদের সঙ্গে রাজ্জাকের সন্তানদের দ্বন্দ্ব বাধে। চাচাতো ভাইদের মধ্যে জমিতে পানি দেওয়া নিয়ে গত তিন দিন ধরে দ্বন্দ্ব আরও চরমে পৌঁছায়।

তারা আরও জানান, শনিবার রাত ৯টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ শাকিল, এলাহী, ইব্রাহিম, সোহেল এবং গুরুতর আহত হুনাফাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছে।

আহতরা বলেন, কদমকুড়ি গ্রামের মৃত জেহের আলীর পক্ষের লোকজন দুইনলা বুন্দুক দিয়ে আমাদের ওপরে গুলি চালায়।

সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে একই পরিবারের দুপক্ষের বিরোধ চলে আসছিল। সম্প্রতি জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একপক্ষের ছররা গুলিতে অপরপক্ষের কয়েকজন আহত হন। আহত কয়েকজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ ওঠা ব্যক্তিরা পলাতক রয়েছে। বিষয়টা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।

নবান্ন টিভি/ মোঃ মোতালেব হোসেন

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com