1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
যখনই এদেশের জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তখনই বিএনপি ক্ষমতায় আসে --কাজল — Nobanno TV
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন

যখনই এদেশের জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তখনই বিএনপি ক্ষমতায় আসে –কাজল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১২ বার পঠিত

বিএনপি কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লুৎফর রহমান কাজল বলেছেন, যখনই এদেশের জনগন সুষ্ঠু ভোট দিতে পারে তখনই বিএনপি ক্ষমতায় আসে।বিএনপিই জনগনের দল এবং জনগনের সমর্থনের উপরই নির্ভরশীল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন জনগনই সকল ক্ষমতার উৎস। কিন্তু আওয়ামীলীগ তা মানেনা, তারা কোন প্রকার আসতে পারলেই জনগন কিছু নয় মনে করে।

তিনি বলেন, বিএনিপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সম্মুখ যোদ্ধা ,জেডস ফোর্সের অধিনায়ক এবং স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন আর একারনেই দেখবেন অধিকাংশ মুক্তিযোদ্ধা বিএনপিতেই। অপরদিকে আওয়ামীলীগ মুক্তিযুদ্ধ করে কলকাতায়, আওয়ামীলীগের দীর্ঘদিনের ইতিহাস গনতন্ত্র হত্যা ও লুঠপাটের ইতিহাস। শেখ মুজিবুর রহমান সকল দল সহ নিজ দলকে পর্যন্ত বিলুপ্ত ঘোষনা করে বাকশাল কায়েম করেছিলেন। আর শহীদ জিয়াই আওয়ামীলীগকে গুলিস্তানে অফিস বরাদ্দ সহ সকল রাজনৈতিক দলকে রাজনীতির সুযোগ দিয়ে শক্তিশালী গনতন্ত্র ও বিরোধীদল চেয়েছিলেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া মানুষের অধিকার আদায়ের জন্য এরশাদ-হাসিনা স্বৈরাচার বিরোধী আন্দোলন নেতৃত্ব দিয়েছেন। জেল খেটেছেন বছরের পর বছর, কিন্তু কখনো কোন স্বৈরাচারের সাথে আপোষ করেনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইরানের আয়াতুল্লাহ হুমেনীর মতো দীর্ঘ বছর ধরে বিদেশে নির্বাসনে থেকে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। তিনি আওয়ামী দুঃশাসনের ইতিহাস উল্লেখ করে বলেন, গত ১৫ বছর ধরে আওয়ামীলীগ মানুষের ভোটাধিকার হরন করে গনতন্ত্রের কবর রচনা করেছে। তারা লুঠপাট, দুর্নীতি, বিরোধী মতের মানুষ খুন ও গুম করেছে।

বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীকে আসামী করে জেলে ঢুকিয়েছে। এই ঈদগাঁও ইউনিয়নেও শত শত নেতাকর্মীকে জেল খাটানো হয়েছে। তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন, এই ঈদগাও উপজেলায় আমার জন্মভুমি, যখনই বিএনপির বিরোদ্ধে ষড়যন্ত্র শুরু হয়, তখনই প্রথমে এই ঈদগাও থেকে এসব ষড়যন্ত্র নস্যাতে ঐক্যেবদ্ধ ভাবে আগেই আন্দোলন শুরু হয়।

গতকাল বিকেলে ঈদগাঁও ইউনিয়ন বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশকে ঘিরে দুপুর থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী মিছিল সহকারে সভায় অংশগ্রহন করে।

সমাবেশের অধিকাংশস্থান পরিপুর্ন ছিলো মহিলাদের উপস্থিত প্রধান অতিথির বক্তব্যের আগে সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধন করেন রামু উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যান ও প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সেলিম মাহমুদ। ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আবু ছিদ্দিকের সভাপতিত্বে সদস্য সচিব ওহিদুল আলম সভার সঞ্চালনা করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন ঈদগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ছানাউল্লাহ, সিনিয়র যুগ্ন সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস শুকুর, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজমগীর, ইউনিয়ন সিনিয়র যুগ্ম-আহবায়ক সম্রাট জাহাঙ্গীর বাঙালি, ছব্বির আহমদ, মমতাজুল হক, জাহাঙ্গীর আলম, এড.ফরিদুল আলম।

বক্তব্য রাখেন সম্মানিত উপদেষ্টা সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, পোকখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার কামাল বাবুল, ইসলামপুর বিএনপি সভাপতি আব্দুল কাদের মাস্টার, সভাপতি মমতাজ আহমদ মেম্বার, ইসলামাবাদ সভাপতি হুমায়ুন কবির সিকদার, ডা. এহছান, হারুনুর রশীদ, আবদুল হাকিম চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), বিএনপি নেতা মোহাম্মামদ ইসমাইল, মামুন সিরাজুল মজিদ, জসিম উদ্দিন, সাইফুল ইসলাম, প্রবাসী বিএনপি নেতা আবদুল হামিদ, মোস্তফা আল আশরাফ, ফোরকান, রোমেনা আফাজ, প্রফেসর রমিজ আহম্মদ, সাইদুল ইসলাম, অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন আব্দুর জব্বর, এড, মিজানুর রহমান, জিয়াউল করিম জিয়া, নুরুল আমিন, উপজেলা যুবদল নেতা কামাল উদ্দিন, বেলাল উদ্দিন, আজিজুল হক রুবেল, আলমগীর, কাউসার, আবু হেনা, উপজেলা ছাত্রদল নেতা আনিছুর রহমান,সোহেল রানা, আব্দুর রহমান, সাজ্জাদ হোসাইন প্রমূখ।

নবান্ন টিভি/ এম আবু হেনা সাগর

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com