কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পোকখালীতে পুকুরের পানিতে ডুবে মো. ইব্রাহিম (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়। বুধবার সকালে ইউনিয়নে চুলিবন পাড়ায় এ ঘটনা ঘটে।
শিশুটি একই এলাকার আজিজুল হকের ছেলে ও স্থানীয় হোসাইনীয়া মাদ্রাসার ছাত্র।
নিহত পারিবার সূত্র মতে, শিশুটি তার ছোট বোন কে নিয়ে খেলতে গিয়ে বাড়ির
পার্শ্ববর্তী জামে মসজিদের পুকুরে পড়ে যায়। পুকুরের পাশে খেলতে থাকা তার বোন রাহিয়া ভাইকে পানিতে ডুবতে দেখে বাড়ীতে এসে জানায়। সংবাদ পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ইব্রাহিমকে পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। পরে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলেই কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
শিক্ষার্থী ইব্রাহিমের মৃত্যুতে শিক্ষা প্রতিষ্ঠানের সহপাঠী,পরিবার পরিজনসহ আত্মীয় স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
Related