নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে জেলার দপ্তরের কর্মরত সকল কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০ নভেম্বর দুপুরে নরসিংদী জেলা প্রশাসকের হল রোমে নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. এইচ. এম. আজিমুল হক এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান এনডিসি (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন ।
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আব্দুল হান্নান, নরসিংদী সিভিল সার্জন ডা: সৈয়দ মোঃ আমিরুল হক শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ শামসুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মিসেস মৌসুমি সরকার রাখি,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাও আইসিটি) মিসেস ফারজানা আলম, জেলা হাসপাতাল তত্তাবধায়ক ডা: মিজানুর রহমান, নরসিংদী পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মেখ শাহীদুজ্জামান,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ পাভেজ, নরসিংদীর পল্লী বিদ্যু এর জিএম শেখ মনোয়ার মোর্শেদ ও ডিজিএম মো: জাহাঙ্গীর আলম, নরসিংদীর পল্লী বিদ্যু এর সদর ডিপুটি জেনারেল ম্যানাজার মোকতার হোসেন প্রমুখ।
নবান্ন টিভি/ বশির আহম্মদ মোাল্লা