গত জুলাই আগস্ট বিপ্লবের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাঈদ গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে বিক্ষোভে অংশগ্রহণ করলে শহীদ আবু সাঈদ পরবর্তীতে এক পুলিশ কর্মকর্তার চারবার গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান ।
৬ ই নভেম্বর সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন শহীদ আবু সাঈদের দুই ভাই। পরবর্তীতে শহীদ আবু সাঈদের দুই ভাই সরকারি তোলারাম কলেজে নারায়ণগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভূমিকায় থাকা শিক্ষার্থীদের সাথে ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ।
[উল্লেখ্য শহীদ আবু সাইদের বড় ভাই আবু হোসাইন সরকারি তোলারাম কলেজ নারায়ণগঞ্জের বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন]