‘এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই-তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে খাগড়াছড়িতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী পিঠা উৎসব ও উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী মেলা। জেলা প্রশাসনের সহযোগিতায় খাগড়াছড়ি মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা ও খাগড়াছড়ি নারী উন্নয়ন সংস্থা’র যৌথ আয়োজনে সকাল থেকে পৌর টাউন হল প্রাঙ্গণে উৎসবের পর্দা উঠে।
ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ.বি.এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, উদ্যোক্তা হিসেবে নারীদের অংশগ্রহণ অর্থনীতিতে যেমন গতি আনছে, তেমনি দরিদ্রতা বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং নারী ক্ষমতায়নেরও দৃষ্টান্ত হয়ে উঠছে। সে লক্ষ্যে নারী উদ্যোক্তাদের পরিচিতি বৃদ্ধি, পণ্যের প্রচার এবং নতুন উদ্যোক্তাদের অনুপ্রেরণা জোগাতে এমন উৎসবের আয়োজন।
২০ টি স্টল অংশ নিয়েছে এ বারের উৎসবে। দেশীয় ও পাহাড়ের সুস্বাদু পিঠাপুলি মিলে ৬০ ধরনের পিঠা থাকছে মেলায়। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শণার্থীদের উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ।
নবান্ন টিভি/ বিপ্লব তালুকদার