খাগড়াছড়ির আলুটিলা এলাকায় পাথর বোঝাইট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত হযেছে। অপর আরোহী গুরুত্বর আহত হয়েছেন।
২ জানুয়ারি বৃহস্পতিবার ভোর ৬টার দিকে জেলার সদরের আলুটিলা জিরো মাইলে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ মিয়া বান্দরবানের লামার শিলাছড়ির কামাল হোসেনের ছেলে এবং আহত রাকিব হোসেন গোপালগঞ্জের চলকরপুরের ওহাব কাজির ছেলে। আহত ব্যক্তি খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে খাগড়াছড়ি সদর থেকে মোটরসাইকেল যোগে মাটিরাঙা যাওয়ার পথে জিরোমাইলে পাথর বোঝাইট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়।
এক খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নবান্ন টিভি / বিপ্লব তালুকদার