1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন — Nobanno TV
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন

উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২৬ বার পঠিত

বারবার অবহেলার প্রতিবাদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ গেইটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, অর্ন্তবর্তীকালীন সরকার গঠনের শুরু থেকেই দেখা যাচ্ছে, দেশের উত্তরবঙ্গ বৈষম্যের শিকার হচ্ছে। এই অঞ্চল থেকে এখন পর্যন্ত কোন উপদেষ্টা নিয়োগ দেয়া হয়নি। অথচ স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তরবঙ্গের অবদান ছিল গুরুত্বপূর্ণ। এমনকি শতশত মানুষ আন্দোলনে গিয়ে হতাহতের ঘটনা ও প্রাণহানি হয়েছে। এরপরেও উপদেষ্টা নিয়োগে বৈষম্য করা হয়েছে উত্তরবঙ্গের প্রতি।

বক্তব্য রাখেন, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাহিম, সদস্য সচিব সাব্বির আহমেদ, মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক মাহিন খানসহ অন্যান্যরা৷

নবান্ন টিভি / মোঃ সিফাত রানা

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com