1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
বিশ্বে মোট ৫০০ কোটির বেশি মানুষ সামাজিক মিডিয়া ব্যবহারকারী — Nobanno TV
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন

বিশ্বে মোট ৫০০ কোটির বেশি মানুষ সামাজিক মিডিয়া ব্যবহারকারী

নবান্ন
  • আপডেট সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১৫২ বার পঠিত
বিশ্বে মোট ৫০০ কোটির বেশি মানুষ সামাজিক মিডিয়া ব্যবহারকারী

বিশ্বে মোট জনসংখ্যার ৬৪ ভাগের বেশি তথা ৫০০ কোটির বেশি মানুষ সক্রিয়ভাবে সামাজিক মিডিয়া ব্যবহার করে বলে এক জরিপে বলা হয়েছে।

ডিজিটাল পরামর্শক প্রতিষ্ঠান কেপিয়সের সর্বশেষ জরিপে বলা হয়েছে, গত বছরের তুলনায় বর্তমানে সামাজিক মিডিয়া ব্যবহারকারীর সংখ্যঅ ৩.৭ ভাগ বেড়েছে।

জরিপে বলা হয়, সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীর সংখ্যঅ ৫.১৯ বিলিয়ন।

অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার ৬৪.৪ ভাগ লোক সামাজিক মিডিয়া ব্যবহার করে।

তবে অঞ্চলভেদে ব্যবহারকারীর সংখ্যায় পার্থক্য আছে।

পূর্ব ও মধ্য আফ্রিকায় প্রতি ১১ জনের মধ্যে মাত্র একজন সামাজিক মিডিয়া ব্যবহার করে।

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে প্রতি তিনজনে একজন এটি ব্যবহার করে।

এদিকে সামাজিক মিডিয়া ব্যবহারের সময় দিনে দুই মিনিট থেকে বেড়ে দুই ঘণ্টা ২৬ মিনিটে দাঁড়িয়েছে।

তবে এখানেও ব্যাপক বৈষম্য রয়েছে। ব্রাজিলের লোকজন দিনে যেখানে তিন ঘণ্টা ৪৯ মিনিট সামাজিক মিডিয়ায় ব্যয় করে, সেখানে জাপানিরা করে এক ঘণ্টারও কম।

সামাজিক মিডিয়ার গড়পড়তা ব্যবহারকারীরা সাতটি প্লাটফর্ম ব্যবহার করে।

সবচেয়ে প্রিয় অ্যাপসের মধ্যে মেটার রয়েছে তিনটি : হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম ও ফেসবুক।

চীনের রয়েছে তিনটি অ্যাপস : উইচ্যাট, টিকটক এবং এর স্থানীয় ভার্সন দোইয়ন।

সর্বোচ্চ ব্যবহৃত সামাজিক মিডিয়া প্লাটফর্ম হলো টুইটার, মেসেঞ্জার ও টেলিগ্রাম।

সূত্র : ডেইলি সাবাহ

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com