1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
চতুর্থবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ব্লকচেইন প্রতিযোগিতা — Nobanno TV
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন

চতুর্থবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ব্লকচেইন প্রতিযোগিতা

নবান্ন
  • আপডেট সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১২১ বার পঠিত
ব্লকচেইন

ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৩’ শুরু হচ্ছে আগামী রোববার (২৩ জুলাই)।

দেশে চতুর্থবারের মতো আয়োজিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতা।

তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষ হবে ২৫ জুলাই।

ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ এ প্রতিযোগিতার আয়োজন করছে।

সমাপনী দিনে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষ হবে।

উক্ত অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সোমবার (১৭ জুলাই) আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে ‘ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৩’- এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার,

ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের আহ্বায়ক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের সমন্বয়ক হাবীবুল্লাহ এন করিম।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়,

এবারের প্রতিযোগিতায় ১১৮টি দল নিবন্ধন করেছে, যাদের মধ্য থেকে ৪০টি দলকে চূড়ান্ত পর্বে মনোনীত করা হয়।

এদের মধ্য থেকে ‘হোয়াইটপেপার’ মূল্যায়নের মাধ্যমে চারটি দলকে বিজয়ী ঘোষণা করা হবে।

স্টুডেন্ট ক্যাটাগরিতে বিজয়ী এই চারটি দলের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে পাবে ‘প্রফেসর জামিলুর রেজা চৌধুরী’ চ্যাম্পিয়ন পুরস্কার,

দ্বিতীয় পুরস্কার রানার্সআপ, চতুর্থ পুরস্কার ব্রোঞ্জ এবং চতুর্থ পুরস্কার ‘বেস্ট প্রোটোটাইপ’।

চ্যাম্পিয়ন, রানার্সআপ এবং ব্রোঞ্জ পুরস্কার হিসেবে থাকছে যথাক্রমে ২ লাখ, ১ লাখ এবং ৫০ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার।

আর প্রফেশনাল ক্যাটাগরিতে নগদ ৫ লাখ টাকা পুরস্কার জেতারও সুযোগ থাকছে এই প্রতিযোগিতায়।

এ ছাড়াও তিন দিনের এই আয়োজনে অনলাইনে চারটি সেমিনারের আয়োজন করা হবে যেখানে দেশি-বিদেশি বক্তারা অংশ নেবেন।

প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন চতুর্থ শিল্পবিপ্লবের সময়ে ডেটা জালিয়াতি,

প্রতারণা ও হ্যাকারদের মোকাবিলায় ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন,

এই অলিম্পিয়াড ব্লকচেইন ব্যবহার সম্পর্কে পরিচয় করিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এই প্রতিযোগিতার আয়োজনে অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে টেকনহেভেন কোম্পানি লিমিটেড,

আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট,

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীদের সংগঠন বেসিস।

পার্টনার প্রতিষ্ঠান হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আইএফসি, বিকাশ, জনতা ব্যাংক এবং রূপালী ব্যাংক।

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com