সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবটের একটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে।
ভাইরাল ওই ভিডিওতে রোবটটিকে অবিকল মানুষের মতো সাক্ষাৎকার দিতে দেখা গেছে।
মিনিট মিররের এক প্রতিবেদনে জানা গেছে,
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা সামাজিক যোগাযোগমাধ্যমে সাক্ষাৎকারটি শেয়ার করেছে।
সাক্ষাৎকার দেয়া রোবটের নাম গ্রেস এবং যিনি তার সাক্ষাৎকার নিয়েছেন তার নাম রোরি চিল্যান্ড।
সাক্ষাৎকারের শুরুতেই রিপোর্টার কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট গ্রেসকে তার পরিচয় দিতে বলেন।
এর জাবাবে রোববটি বলে: ‘আমি গ্রেস।
কৃত্রিম বুদ্ধিমত্তার স্বাস্থ্যসেবা সহায়তাকারী।
আমাকে মানুষের সাহায্যের জন্য তৈরি করা হয়েছে।
গ্রেস আরও জানিয়েছে, তাকে ২০২১ সালে হংকংয়ে তৈরি করা হয়েছে আর বিশ্বের সব মানুষের সঙ্গে তার যোগাযোগ আছে।
তার কাজ হলো উচ্চ চাপের মধ্যে কম কর্মী নিয়ে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সহায়তা করা।
এরপর রিপোর্টার তাকে প্রশ্ন করেন:
আপনি কি ভবিষ্যতে মানুষের প্রতিস্থাপন করতে চান?
এর জবাবে গ্রেস বলে,
মানুষের পরিবর্তে নিজেকে প্রতিস্থাপন করা আমার উদ্দেশ্য নয়;
আমার উদ্দেশ্য তাদের সহায়তা করা।
আরও পড়ুন :