1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু — Nobanno TV
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৬ অপরাহ্ন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

নবান্ন
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১২৫ বার পঠিত
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯ জন ঢাকার বাসিন্দা। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি ২৮৩ বেড়ে দাঁড়ালো।

এসময় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৫৮৯ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত রাজধানীর ৫৬টি হাসপাতালে ১ হাজার ১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর ঢাকার বাইরে নতুন রোগী ভর্তি ১ হাজার ৪৮৮ জন।

এ নিয়ে চলতি বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৯ হাজার ৭১৬ জনে।

আর বর্তমানে সারাদেশে হাসপাতালে ভর্তি রয়েছেন ৯ হাজার ২১০ জন রোগী।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন আর বর্ষা মৌসুমের আতঙ্ক নয়। ফলে এর ভয়াবহতা বাড়ছে। এটি মোকাবিলায় দায়িত্বশীল সংস্থাগুলোর তৎপরতার পাশাপাশি সাধারণ মানুষকেও ব্যাপকভাবে সচেতন হতে হবে।

এদিকে সিটি করপোরেশন বলছে, জনসচেতনতা ছাড়া ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। মশক নিধন অভিযানে কোনো ধরনের বাধা না দিতেও আহ্বান তাদের।

এডিস নিধনে ব্যাকটেরিয়া প্রয়োগ করবে ডিএনসিসি এডিস নিধনে ব্যাকটেরিয়া প্রয়োগ করবে ডিএনসিসি

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com