1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
৪০তম বিসিসিএসের ৩৮৪ জন প্রাথমিকের প্রধান শিক্ষক — Nobanno TV
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন

৪০তম বিসিসিএসের ৩৮৪ জন প্রাথমিকের প্রধান শিক্ষক

নবান্ন
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৮৩ বার পঠিত
৪০তম

৪০তম বিসিএসের নন-ক্যাডার থেকে ৩৮৪ জনকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি।

পিএসসি জানিয়েছে, যারা ৪০তম বিসিএসে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়েছিলেন

কিন্তু ক্যাডার পদে নিয়োগ পাননি, এমন ৩৮৪ জনকে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে।

গত ১৯ জুন পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,

৪০তম বিসিএসে ৪ হাজার ৪৭৮ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে।

ইতোমধ্যে যারা নন-ক্যাডারে পদ পেতে আবেদন করেছেন, তাদের পছন্দক্রম দিতে অনলাইনে আবেদনপত্র করতে বলা হয়েছে।

ইতোমধ্যে আবেদন শুরু হয়েছে। আগামী ১ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে।

টেলিটকের ওয়েবসাইট অথবা পিএসসির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদ ৩৮৪টি। এ পদটি ১২তম গ্রেডের।

এছাড়া লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি, এমন ৮ হাজার ১৬৬ প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়।

নন-ক্যাডারে পদ পেতে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে মোট ৪ হাজার ৪৭৮ জনকে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে নিয়োগ দেওয়া হবে।

বর্তমানে দেশে ৬৬ হাজার ৫৬৬টি প্রাথমিক বিদ্যালয়ে ৩৭ হাজার ৯২৬টি শূন্যপদ রয়েছে।

এর মধ্যে শুধু প্রধান শিক্ষক পদেই ২৯ হাজার ৮৫৮টি। এছাড়া ৮ হাজার ৬৮টি সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে।

আরও পড়ুন :

বোনের উপর অভিমান করে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

ক্রমশ খারাপের দিকে যাচ্ছে দেশের ডেঙ্গু পরিস্থিতি

এনএএন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com