সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে প্রদত্ত ১১১টি সুপারিশের মধ্যে বিআরটিএ নিরাপত্তা ও গণসচেতনতা বিষয়ক ৭টি স্লোগান প্রণয়ন করেছে।
এসব স্লোগান ব্যাপক প্রচারের জন্য অনুরোধ জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
জনসাধারণের উদ্দেশ্যে সচেতনতাবিষয়ক ৭ স্লোগান হলো :
- ১. আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি।
- ২. গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি।
- ৩. ঘুম-ঝিমুনির ভাব যখন, গাড়ি চালাতে নেই তখন।
- ৪. চালকের হাতে মোবাইল ফোন, মৃত্যু ঝুঁকিতে সবার জীবন।
- ৫. ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, রাস্তার বাঁক ও সুরু ব্রিজে ওভারটেকিং করবেন না।
- ৬. ফিটনেসবিহীন, যান্ত্রিক ক্রুটিযুক্ত ও ধোঁয়া নির্গমণকারী গাড়ি রাস্তায় নামাবেন না।
- ৭. শরীরের কোনো অংশ গাড়ির বাইরে রাখবেন না।
সূত্র : পিআইডির তথ্যবিবরণী
আরও পড়ুন :
নবান্ন টিভি
Related