বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে রংপুরে পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২ আগস্ট) বিকেল ৩টা তার বক্তব্য রাখার কথা রয়েছে। অবশ্য এরইমধ্যে কানায় কানায় পূর্ণ রংপুর জিলা স্কুল মাঠ।
দুপুর সোয়া একটার দিকে রংপুরে পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে, বেলা সোয়া ১২টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে বিভাগীয় মহাসমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
জিলা স্কুলের মাঠ ছাড়িয়ে প্রধান সড়কের দুই দিকে অবস্থান নিয়েছেন উত্তর জনপদের আওয়ামী লীগ নেতাকর্মীরা।
নানা রঙের পোশাক আর বাদ্যযন্ত্রের তালে তালে গান গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা।
সমাবেশস্থলে তৈরি করা হয়েছে নৌকার আদলে মঞ্চ, যেখানে দাঁড়িয়ে রংপুরের মানুষের উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা।
সফরে রংপুরে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সরকার প্রধান।
সঙ্গে নতুন প্রতিশ্রুতির ঘোষণাও আসতে পারে। মহাসমাবেশস্থলে প্রবেশে নগরীর পুলিশ সুপার কার্যালয়ের সামনে করা হয়েছে প্রধান আর্থওয়ে গেট।
নগরীর ২১টি পয়েন্টে করা হয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। বাস, মাইক্রোবাস, কার, অটো মোটরসাইকেল ছাড়াও ৮টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে মানুষ যাতায়াতের জন্য।
আরও পড়ুন :