1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
বিআরটি প্রকল্প চালু হবে অক্টোবরে পিছাল আরও এক মাস — Nobanno TV
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন

বিআরটি প্রকল্প চালু হবে অক্টোবরে পিছাল আরও এক মাস

নবান্ন
  • আপডেট সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১০৪ বার পঠিত
বিআরটি

মানুষের ভোগান্তি কমাতে রাজধানীর এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প নেয়া হয়।

২০ কিলোমিটারের এই প্রকল্পে রয়েছে বেশ কিছু স্থাপনা।

২০২৩ সালের সেপ্টেম্বরে আংশিকভাবে চালু হওয়ার কথা ছিল বিআরটি প্রকল্প।

তবে আবারও এক দফা সময় বাড়ানো হয়েছে।

এক মাস বাড়িয়ে অক্টোবরে চালুর কথা বলছে কর্তৃপক্ষ।

আপাতত শিববাড়ী না হলেও ভোগড়া থেকে বিমানবন্দর পর্যন্ত প্রাথমিকভাবে চালুর পরিকল্পনা রয়েছে।

এই পথে ২৫টি স্টেশনের মধ্যে প্রথম দফায় ১১টি চালু হওয়ার কথা রয়েছে।

প্রাথমিকভাবে ১১টি স্টেশনে ৫০টি বাস দিয়ে চালু হবে এই প্রকল্প।

আর এই বাস আসবে চাইনিজ কোম্পানি হাইগার থেকে।

বিআরটির ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম বলেন,

‘প্রাথমিকভাবে আমরা ৫০টি বাস দিয়ে শুরু করব।

আর এই সহায়তা আমাদের দিতে পারে একমাত্র হাইগার কোম্পানি।

পরবর্তী ধাপে আরও ৫০টি বাস যুক্ত হবে।

সময় আর সক্ষমতা অনুযায়ী বাস যুক্ত হতে থাকবে।’

সব সীমাবদ্ধতা ছাপিয়ে এই প্রকল্পের শতভাগ কাজ ২০২৫ সালের মধ্যে শেষ করে

পুরোপুরি চলাচল উপযোগী করে ভোগান্তি কমানো যাবে বলেও জানান ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com