পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র প্রায় ২০ দিন বন্ধ থাকার পর একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন পরীক্ষামুলক ভাবে চালু হয়েছে।
আজ রবিবার (২৫ জুন) পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আবদুল হাসিব এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোররাত থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।
গত ২৫ মে ডলার সংকটে কয়লা আমদানি না-হওয়ায় বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
পরে ৫ জুন বন্ধ হয় দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন।
প্রকৌশলী শাহ আব্দুল হাসিব জানান, প্রায় ২০ দিন আগে কয়লা সংকটের কারণে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।
গত ২৩ জুন মধ্যরাতে ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে নোঙ্গর করে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি এ্যাথেনা।
তিনি আরো জানান, জাহাজ থেকে কয়লা খালাস করে রবিবার ভোররাত থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
পর্যায়ক্রমে কয়লাবাহী জাহাজ আরো আসতে থাকলে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদনও শুরু হবে।
দেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে কর্তৃপক্ষের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারের সহায়তায় ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা আমদানি করা হয়।
মাদার ভ্যাসে এ্যাথেনা থেকে কয়লা খালাসের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের পর আজ বিকাল নাগাদ ৬৬০ মেগাওয়াট উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন :