চট্টগ্রামের আনোয়ারা-ফৌজদারহাট গ্যাসের সঞ্চালন পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও কুমিল্লা এলাকায় গ্যাসের সরবরাহ কমে গেছে। বিতরণ কোম্পানি তিতাস ও বাখরাবাদ গ্যাস কোম্পানি এসব এলাকায় গ্যাস সরবরাহ করে।
মঙ্গলবার রাতে পেট্রোবাংলা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, জাতীয় গ্যাস গ্রিডের আনোয়ারা-ফৌজদারহাট ৪২ ইঞ্চি পাইপলাইন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি রক্ষণাবেক্ষণের কারণে মহেশখালি ভাসমান এলএনজি টার্মিনাল হতে এলএনজি সরবরাহ কমে গেছে। ফলে তিতাস ও বাখরাবাদ এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।