1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
পাঁচ দিনে বঙ্গবন্ধু সেতুতে এক লাখ ৮০ হাজার যানবাহন পার — Nobanno TV
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন

পাঁচ দিনে বঙ্গবন্ধু সেতুতে এক লাখ ৮০ হাজার যানবাহন পার

নবান্ন
  • আপডেট সময় : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ১০২ বার পঠিত

ঈদযাত্রাকে কেন্দ্র করে গত পাঁচ দিনে বঙ্গবন্ধু সেতুতে এক লাখ ৮০ হাজার ৫১৪টি যানবাহন যমুনা পার হয়েছে।

এতে টোল আদায় হয়েছে ১৩ কোটি ৩৮ লাখ ২৯ হাজার ২৫০ টাকা। বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা সূত্রে এ তথ্য জানা গেছে।

সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, গত সোমবার ঈদের ছুটি শুরু হওয়ার পর থেকেই বঙ্গবন্ধু সেতুতে গাড়ির চাপ বাড়তে থাকে।

সোমবার রাত ১২টা থেকে পরদিন মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ গাড়ি সেতু পার হয়।

এই ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৪৮৮টি গাড়ি সেতু পার হয়। এ থেকে টোল আদায় হয় ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

এ সময় সেতুর পূর্ব প্রান্ত থেকে ৩৬ হাজার ৪৯১টি গাড়ি উত্তরবঙ্গের দিকে যায়। আর পশ্চিম প্রান্ত থেকে পার হয় ১৮ হাজার ৯৯৭টি গাড়ি।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন,

১৯৯৮ সালে বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ যানবাহন পার ও টোল আদায় হয়েছে।

সেতুর পূর্ব প্রান্তে ৯টি লেন এবং পশ্চিম প্রান্তের ৭টি লেন থেকে টোল আদায় করা হয়।

এর আগে ২০২১ সালের ১৩ মে ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৭৫৩টি যানবাহন পার হয়েছিল।

তখন টোল আদায় হয়েছে দুই কোটি ৯৯ লাখ ১৮ হাজার ২৪০ টাকা।

এর আগে শনিবার রাত ১২টা থেকে রোববার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৯ হাজার ৮৫৭ টি গাড়ি সেতু পার হয়।

টোল আদায় হয় দুই কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা। পরদিন রোববার ৪২ হাজার ৫৬০টি গাড়ি সেতু পার হয়।

তিন কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা। পরে মঙ্গলবার ৩৮ হাজার ৪১৮টি গাড়ি সেতু পার হয়।

দুই কোটি ৮৫ লাখ ২২ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়। বুধবার ১৪ হাজার ১৯১টি গাড়ি সেতু পার হয়।

টোল আদায় হয় এক কোটি তিন লাখ ২৫ হাজার ৭৫০ টাকা।

প্রসঙ্গত, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ২৩টি জেলার যানবাহন চলাচল করে।

স্বাভাবিকভাবে গড়ে ১৮-২০ হাজার যানবাহন সেতু দিয়ে যমুনা নদী পার হয়। ঈদসহ বিভিন্ন উৎসবের ছুটিতে পরিবহনের সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com