1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
পদ্মা সেতু পাড়ি দিলেন ৩৭১তম দিবসে ১৪ বার প্রধানমন্ত্রী — Nobanno TV
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন

পদ্মা সেতু পাড়ি দিলেন ৩৭১তম দিবসে ১৪ বার প্রধানমন্ত্রী

নবান্ন
  • আপডেট সময় : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১১০ বার পঠিত
প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের ৩৭১তম দিবসে ১৪ বার পদ্মা সেতু অতিক্রম করেছেন।

এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে তিনি শনিবার (১ জুলাই ) সকালে আটবারের মতো পদ্মা সেতু অতিক্রম করেন।

পরে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-২ এ যাত্রাবিরতি করে গোপালগঞ্জের কোটালীপাড়া যান।

আর জাজিরা প্রান্ত দিয়ে প্রবেশ করে সেতু অতিক্রম করেছেন ৬ বার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর শনিবার (০১ জুলাই) সকাল ৮টা ৫০ মিনিটে পদ্মা মাওয়া টোল প্লাজায় ৮ নম্বর লেন দিয়ে প্রবেশ করে।

সেতু অতিক্রম করে সকাল ৯টায়।

প্রধানমন্ত্রী কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় শেষে বিকেলে টুঙ্গিপাড়ায় যাবেন।

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি জিয়ারত করবেন এবং নিজ বাড়িতেই রাতযাপন করবেন।

পরদিন রোববার (০২ জুলাই) টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

পরে বিকালে পদ্মা সেতু হয়ে রাজধানীতে ফিরবেন।

এর আগে প্রধানমন্ত্রী গত বছর ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করে প্রথম গাড়িতে সেতু অতিক্রম করেন।

ওই দিনই সন্ধ্যায় প্রধানমন্ত্রী রাজধানীতে হেলিকপ্টারে ফিরেছেন।

সেতু উদ্বোধনের ১০ দিনের মাথায় ৪ জুলাই ছেলে সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলসহ দ্বিতীয়বারের মতো পদ্মা সেতু পাড়ি দিয়ে টুঙ্গিপাড়া গিয়ে আবার পদ্মা সেতু অতিক্রম করেই গণভবনে ফেরেন।

৪৯ দিনের মাথায় ১২ আগস্ট ভাগনে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ তৃতীয়বারের মতো পদ্মা সেতু পার হয়ে ঢাকা ফেরেন সরকারপ্রধান।

এরপর ১০৫ দিনের মাথায় গত ৭ অক্টোবর বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে চতুর্থবারের মতো পদ্মা সেতু অতিক্রম করেছিলেন।

সেদিনই আবার পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকা আসেন।

যেদিন পদ্মা সেতু অতিক্রম করেন সেদিনই প্রধানমন্ত্রী ফেরেন। তবে এবারের মতো ব্যতিক্রম ছিল আরও একবার।

চলতি বছরের ৬ জানুয়ারি পাঁচবারের মতো প্রধানমন্ত্রী পদ্মা সেতু অতিক্রম করে টুঙ্গিপাড়া গিয়ে ফিরেছেন পরদিন ৭ জানুয়ারি সন্ধ্যায়।

এরপর গত ২৫ ফেব্রুয়ারি ষষ্ঠবারের মতো পদ্মা সেতু অতিক্রম করেন শেখ হাসিনা। ওই দিনই পদ্মা সেতু পাড়ি দিয়ে গণভবনে ফেরেন।

সবশেষ গত ১৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকীর আয়োজনে অংশ নিয়ে ও

সমাধি জিয়ারত শেষে টোল দিয়ে শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সেতুটি ১৩ বারের মতো অতিক্রম করে সরাসরি গণভবনে ফেরেন।

প্রধানমন্ত্রী মাওয়া প্রান্ত দিয়ে প্রবেশ করে পদ্মা সেতু অতিক্রম করেছেন ৮ বার। আর জাজিরা প্রান্ত দিয়ে প্রবেশ করে সেতু অতিক্রম করেছেন ৬ বার।

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com