দিল্লি সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আগামী সপ্তাহে ভারতের দিল্লিতে শুরু হচ্ছে এই সম্মেলন।
তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ করার কথা রয়েছে।
নির্বাচন নিয়ে পশ্চিমাদের কোনো চাপ নেই উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী নির্বাচন স্বচ্ছ, স্বাধীন ও শান্তিপূর্ণ হবে।
বাংলাদেশের জনগণ স্বতস্ফূর্তভাবে এতে অংশ নেবেন এবং ভোট দিয়ে আবার আওয়ামী লীগ জয়ী হবে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, নির্বাচনের ব্যাপারে সরকার কোনো চাপে নেই। নিজেদের প্রয়োজনেই স্বচ্ছ নির্বাচন করবে বাংলাদেশ।
ড. ইউনুসের মামলার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক বা হয়রানি করতে নয়, দুইটি পৃথক অভিযোগে ড. ইউনুসের বিরুদ্ধে মামলা হয়েছে।
যারা তার জন্য এ বিষয়ে বিবৃতি দিচ্ছে, সেইসব ব্যক্তিদের পরিষ্কার ধারণা নেই। এ দেশের বিচার বিভাগ স্বাধীন, এ বিষয়ে সরকারের করণীয় কিছু নেই।
আরও পড়ুন :