1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
চামড়ার দাম নিয়ে কারসাজি করলে রপ্তানি করা হবে: বাণিজ্যমন্ত্রী
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৯ অপরাহ্ন

চামড়ার দাম নিয়ে কারসাজি করলে রপ্তানি করা হবে: বাণিজ্যমন্ত্রী

নবান্ন
  • আপডেট সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১১৩ বার পঠিত

কোরবানির চামড়ার দাম নিয়ে ট্যানারি ব্যবসায়ীরা কারসাজি করলে কাঁচা চামড়া রপ্তানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

 

রোববার (২৫ জুন) বেলা সাড়ে ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণের বৈঠকে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

প্রতি বছর চামড়ার দাম নির্ধারণ করে দেওয়া হলেও বাজারে এর কোনো প্রতিফলন দেখা যায় না। সাংবাদিকদের এমন প্রশ্নে বাণিজ্যমন্ত্রী বলেন,

‘এবারও চামড়া মনিটরিং হবে। তারপরও ট্যানারি মালিকরা যদি কোনো কারসাজি করে, তবে ওয়েট ব্লউ বা কাঁচা চামড়া রপ্তানির অনুমতি দেওয়া হবে।’

চামড়ার দাম কমাতে ট্যানারি ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রে নিজেরাই সমস্যা তৈরি করলে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা- জানতে চাইলে মন্ত্রী বলেন,

‘ট্যানারি ব্যবসায়ীরা যদি ইচ্ছা করে দাম কমানোর জন্য গেইম খেলে, তাহলে আমরা কাঁচা চামড়া বিদেশে রপ্তানির অনুমতি দেবো। চিন্তা করার কিছু নেই। আমরা চাই না সেটা হোক।’

লবণের দাম প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন,

‘লবণের দামটা যেভাবে বাড়ানো হয়েছে, তা যৌক্তিক নয়।’

‘শিল্প মন্ত্রণালয় যেহেতু এটি নিয়ন্ত্রণ করে উৎপাদন কতটুকু এবং দাম কত হওয়া উচিত, সেগুলো তারা ভালো বলতে পারবেন।’

‘সঠিক দামটা আজ বা কালকের মধ্যে জানতে পারলে আমাদের তরফ থেকে চেষ্টা করতাম সেই দামের মধ্যে রাখার।’

‘আমরা চেষ্টা করবো দাম যা আছে, কোরবানির সময় যেনো তার চেয়ে বৃদ্ধি না করা হয়।’

আরও পড়ুন :

নবান্ন

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com