1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
‘আপনিও মানুষ আমিও মানুষ, আপনি জানেন দেশে কি হচ্ছে? — Nobanno TV
শনিবার, ২২ মার্চ ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

‘আপনিও মানুষ আমিও মানুষ, আপনি জানেন দেশে কি হচ্ছে?

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২২২ বার পঠিত

গণমাধ্যমকে নুসরাত জাহান সৌরভী বলেন, ‘আপনিও মানুষ আমিও মানুষ, আপনি জানেন দেশে কি হচ্ছে।

কোটাবিরোধী আন্দোলন করা শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগ সংগঠন থেকে পদত্যাগ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রলীগের এক নেত্রী।

সোমবার রাত সাড়ে ৯টার দিতে নুসরাত জাহান সৌরভী নিজের ফেসবুক প্রোফাইলে পদত্যাগের বিষয়টি একটি পোস্ট করে নিশ্চিত করেন। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

ফেসবুকে দেওয়া পোস্টে সৌরভী লিখেছেন- ‘নওয়াব ফয়জুন্নেছা হল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। আমি লজ্জিত যে, আমি এমন একটা সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম।’

গণমাধ্যমকে নুসরাত জাহান সৌরভী বলেন, ‘আপনিও মানুষ আমিও মানুষ, আপনি জানেন দেশে কি হচ্ছে। সেই মানবিক দিক বিবেচনা করে আমি শাখা ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছি।’

এর আগে রাত ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফরহাদ কাউসার প্রাইভেট শেষ করে শহর থেকে হলে আসার পথে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাকে ডেকে নিয়ে মারধর করেন। এর প্রতিবাদে পদত্যাগ করেন ছাত্রলীগ নেত্রী নুসরাত।

প্রসঙ্গত, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার দায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হল, শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত হল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা ছাত্রলীগ থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন।

এর আগে কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হল ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ শিপন মিয়া দল থেকে পদত্যাগের ঘোষণা দেন।

একইভাবে একাত্মতা জানিয়ে সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগ নেতা সজল মিয়া পদত্যাগ করেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফিয়া ফাহমিদা শুচি ফেসবুকে এক পোস্ট উল্লেখ করেন, ‘আমি আফিয়া ফাহমিদা শুচি, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় পদ থেকে সজ্ঞানে অব্যাহতি নিচ্ছি। এই পদে আর সংগঠনে আমার কোনো পরিচয় নাই, বরং ঘৃণিত হবো নিজের কাছেই লজ্জিত হবো।’

নবান্ন টিভি

 

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com