1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
আজ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন অধ্যাপক পান্না কায়সার — Nobanno TV
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন

আজ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন অধ্যাপক পান্না কায়সার

নবান্ন
  • আপডেট সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৩৬ বার পঠিত
আজ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে অধ্যাপক পান্না কায়সার

শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের স্ত্রী, লেখক ও সাহিত্যিক পান্না কায়সারের মরদেহ আজ রোববার (৬ আগস্ট) মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

এর আগে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য তার মরদেহ রোববার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে।

সেখান থেকে ১২টার দিকে বাংলা একামেডিতে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে।

শনিবার (৫ আগস্ট) বিকেলে পান্না কায়সারের মেয়ে অভিনেত্রী শমী কায়সার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শুক্রবার সকালে রাজধানীর একটি হাসপাতালে বরেণ্য লেখক ও অধ্যাপক পান্না কায়সার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি ১৯৫০ সালের ২৫ মে জন্মগ্রহণ করেন।

বর্ণাঢ্য জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তর করে বেগম বদরুন্নেসা কলেজে শিক্ষকতা করেছেন।

স্বাধীনতা সংগ্রামের উত্তাল সময়কালে শহীদুল্লাহ কায়সারের হাত ধরে শুরু করে তার প্রায় সাড়ে চার দশকের পথচলা।

 

১৯৯৬-২০০১ সালের জাতীয় সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন পান্না কায়সার।

মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা, গল্প-উপন্যাস মিলিয়ে বেশ কয়েকটি সাড়া জাগানো গ্রন্থের রচয়িতা তিনি।

মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় অবদান রাখায় ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন তিনি।

 

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com