অবশেষে হার দেখতে হলো ব্রাজিলকে । সেটিও আবার ফাইনাল ম্যাচে।
প্যারাগুয়ের বিপক্ষে হেরে শিরোপা হারিয়েছে সেলেসাও বাহিনী।
অন্যদিকে প্রথমবারের মতো এ শিরোপা জয়ের স্বাদ পেল প্যারাগুয়ে।
বাংলাদেশ সময় সোমবার (১৪ আগস্ট) ভোর ৪টায় দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ও প্যারাগুয়ে।
ম্যাচটিতে ব্রাজিলকে ৫-৩ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা নিজেদের দখলে নেয় প্যারাগুয়ে।
এ দিন রোববার (১৩ আগস্ট) দিবাগত রাত দেড়টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নেমেছিল কলম্বিয়া ও চিলি।
যেখানে ৪-৪ গোলের সমতায় নির্ধারিত সময় শেষ হয়।
পরে টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-২ গোলে হারায় স্বাগতিক চিলি।
চিলির ইকুইকে গত ৫ আগস্ট শুরু হয়েছিল দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপের এই টুর্নামেন্ট।
এই আসরে গত ১০ আগস্ট আর্জেন্টিনাকে ১০-০ গোলে হারিয়ে খবরের শিরোনাম হয়েছিল ব্রাজিল।
ফুটবল ভক্তরা বিষয়টি নিয়ে মজাও করেছেন। যদিও ফুটবল বিশ্বে তেমন কোনো জনপ্রিয় টুর্নামেন্ট নয় এটি।
কিন্তু নাম যখন আর্জেন্টিনা কিংবা ব্রাজিল হয় তখন যেকোনো টুর্নামেন্টকেই অনেক বড় করে দেখেন ফুটবল ভক্তরা।
আরও পড়ুন :