1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
সিরিজের সঙ্গে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগও হারাল বাংলাদেশ — Nobanno TV
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

সিরিজের সঙ্গে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগও হারাল বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১১ বার পঠিত

সিরিজ জেতো, বিশ্বকাপে সরাসরি খেলো– ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে থেকেই বাংলাদেশের সামনে ছিল এই সমীকরণ। দ্বিতীয় ম্যাচ জিতে সে আশা বাঁচিয়েও রেখেছিল নিগার সুলতানা জ্যোতির দল। কিন্তু সে আশায় গুড়েবালি। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ।

প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১১৮ রানে অলআউট হয় নিগার সুলতানার দল। জবাবে ২২.৩ ওভার হাতে রেখেই ম্যাচ জিতে নিয়েছে স্বাগতিকরা। এই হারে শুধু ২–১ ব্যবধানে সিরিজ হার নয়, এ বছর ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগও হারাল বাংলাদেশ।

মেয়েদের চ্যাম্পিয়নশিপ চক্রে শুক্রবার রাতে এটাই ছিল শেষ ম্যাচ। জিততে পারলে প্রথমবারের মতো সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পেত বাংলাদেশ। হারে অবশ্য সুযোগ শেষ হয়ে যাচ্ছে না। এখন ৬ দলের একটি বাছাইপর্ব খেলতে হবে নিগারদের, যেখান থেকে ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট পাবে দুটি দল। এই বাছাইপর্বে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে।

চ্যাম্পিয়নশিপ টেবিলে ২১ পয়েন্ট নিয়ে সাতে বাংলাদেশ। নিউজিল্যান্ডের সংগ্রহও সমান ২১ পয়েন্ট, তবে নেট রান রেটে এগিয়ে ছয়ে দলটি। স্বাগতিক ভারতসহ টেবিলের শীর্ষ পাঁচ দল সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে নিউজিল্যান্ডকে টপকে যেত বাংলাদেশ।

এই সিরিজ হেরে বাংলাদেশকে এখন বাছাইপর্ব খেলতে হবে। সেখানে অপেক্ষা করছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের মতো দল।

আগের ম্যাচে বাংলাদেশ জিতেছিল আগে ব্যাট করে। আজও টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিগার। তবে তার সে সিদ্ধান্ত যে ভুল ছিল, তার প্রমাণ মিলল কিছু পরে। টপ অর্ডার ব্যাটাররা অবশ্য তাদের কাজটা কিছুটা করে দিয়েই গিয়েছিলেন। শুরুতে উইকেট খোয়ানোর পরও ফারজানা হক পিংকি ও শারমিন আক্তারের জুটিতে ভর করে খানিকটা ধীরে হলেও অর্ধশতরানের জুটি পেয়ে যায় দল। তবে দুজনই থিতু হয়ে বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন, ফারজানা করেছেন ২২, শারমিন বিদায় নিয়েছেন ৩৭ রানে।

তাদের বিদায়ের পর থেকে শেষ পর্যন্ত সবচেয়ে বড় ইনিংসটা খেলেছেন সোবহানা মোস্তারি। ওপাশে সতীর্থদের আসা যাওয়ার মিছিল দেখতে দেখতেই ৬২ বলে ২৫ রানের ইনিংস খেলেন তিনি। বাংলাদেশও মুখ থুবড়ে পড়ে ১১৮ রান তুলে। নিগারদের সামনে এখন তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। মঙ্গলবার সেন্ট কিটসে প্রথম টি–টোয়েন্টি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪৩.৫ ওভারে ১১৮ (শারমিন ৩৭, সোবহানা ২৫, ফারজানা ২২,নিগার ১১, ফাহিমা ৭, মুর্শিদা ১, মারুফা ১*; কারিশমা ৪/১২, জাইদা ২/১৫, ফ্লেচার ১/২২, ম্যাথুস ১/১৯, ফ্রেসার ১/২৪)।

ওয়েস্ট ইন্ডিজ: ২৭.৩ ওভারে ১২২/২ (কিয়ানা ৩৯, ডটিন ৩৩*, শেমাইন ২৫*, ম্যাথুস ২২; নাহিদা ১/২৫, মারুফা ১/৩৯)।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।

সিরিজ: ওয়েস্ট ইন্ডিজ ২–১ এ জয়ী

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com