অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা, সান্তোসেই ফিরছেন নেইমার। নিজেই সেই ঘোষণা দিয়েছেন। সামাজিক মাধ্যমে জানিয়েছে, শৈশবের ক্লাব সান্তোসেই ফিরছেন তিনি।
নিজের ইনস্টাগ্রাম পোস্টে নেইমার লিখেছেন, ‘ফুটবল খেলা যেটা আমি সবচেয়ে পছন্দ করি। আমার বন্ধু এবং পরিবার সিদ্ধান্তটি আগে থেকেই জানে। সান্তোসের সঙ্গে চুক্তি করতে যাচ্ছি। সান্তোসের জন্য জন্ম-মৃত্যু ও বেঁচে থাকা কয়েক জনের কাছে সম্মানের। আমি নিশ্চত যে আগামী কয়েক বছরের আসন্ন চ্যালেঞ্জ নিতে আমাকে শুধু সান্তোসই সেই ভালোবাসা দিবে।’
নেইমারের এমন পোস্টের পর সান্তোস তাদের উত্তর দিয়েছে। তারা লিখেছে, ‘তোমার ঘর তোমার অপেক্ষায়। সঙ্গে মানুষরাও। আমাদের ঘরের সন্তান!’
সান্তোসের সঙ্গে প্রথমে ৬ মাসের চুক্তি হতে পারে বলে জানিয়েছে ইউরোপীয় সংবাদ মাধ্যমগুলো। ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে, আজ বিকেলে চুক্তিপত্রে সই করবেন নেইমার। এ জন্য সৌদি আরবের রিয়াদ থেকে চার্টার্ড ফ্লাইটে ব্রাজিলে ফিরবেন তিনি।
সান্তোসে ফিরতেই কিছুদিন আগে আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করেছেন নেইমার। সৌদি আরবের ক্লাবে সময়টা ভালো কাটেনি তার। ১৮ মাসে মাত্র ৭ ম্যাচ খেলতে পেরেছেন ব্রাজিলিয়ান তারকা।
সান্তোসের হয়ে চার বছর পেশাদার ফুটবল খেলেছেন তিনি। এরপর ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেন নেইমার। লিওনেল মেসি-লুইস সুয়ারেজের সঙ্গে দুর্দান্ত এক সময় কাটিয়েছেন তিনি। তবে পিএসজিতে যাওয়ার পর ৩২ বছর বয়সী তারকাকে আর সেভাবে ছন্দে পাওয়া যায়নি। তাতে অবশ্য চোটও দায়ী। একের পর এক চোটে যে তিনি মাঠের চেয়ে মাঠের বাইরে থাকতেন বেশি।