গুঞ্জন ছিল লঙ্কান প্রিমিয়ার লিগে ডাক পেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছাড়পত্র মিলছে না তাসকিন আহমেদের। অবশেষে সত্য হতে যাচ্ছে সেই গুঞ্জন।
বিসিবি শ্রীলংকায় তাসকিনকে না পাঠানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে। বিশ্বকাপে এড়াতে তাকে এলপিএলে যেতে দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আর এজন্য ক্ষতিপূরণ পাবেন এ তাসিকন আহমেদ।
বিসিবির একটি সূত্র গতকাল বুধবার (২৬ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন।
বোর্ডের সেই কর্তা বলেন, ‘তাসকিন টানা খেলার ভেতর আছে। সামনে আমাদের দুটো গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে।
সেগুলোর জন্য ওকে নিয়ে আমরা রিস্কে যেতে চাচ্ছি না। আর পেসারদের তো সবসময় ইনজুরির একটা শঙ্কা থাকেই।
ওকে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যে কারণে আমরা এই মুহূর্তে ওকে এনওসি দেওয়ার পক্ষপাতি না।’
বর্তমানে জিম্বাবুয়ের জিম আফ্রো টি১০ লিগে ব্যস্ত সময় কাটাচ্ছেন তাসকিন। এরই মধ্যে এলপিএলের ফ্র্যাঞ্চাইজি ডাম্বুলা অরা থেকে ডাক পেয়েছিলেন তিনি।
এরপরই বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিসিবিকে জানিয়েছিলেন। বিশেষ শর্তে তাকে লংকান লিগে পাঠানোর সিদ্ধান্তও নিয়েছিল বিসিবি।
কিন্তু সেই প্রস্তাবে রাজি না হওয়ায় লিগটিতে অংশ নিতে পারছেন না ঢাকা এক্সপ্রেস।
লঙ্কান লিগ খেলতে যেতে না পারা তাসকিনকে ক্ষতিপূরণ দেবে বিসিবি। এলপিএলে না গেলে তাসকিন আর্থিকভাবে ক্ষতির শিকার হবে।
সেজন্য বিসিবি তাকে ক্ষতিপূরণ দেবে। লংকান লিগে খেললে তাসকিন প্রায় ৭০ লাখ টাকার মতো পেতেন বলে জানা গেছে।
বিসিবি তাকে কত টাকা ক্ষতিপূরণ দেবে তা জানা যায়নি।
শুধু লঙ্কান প্রিমিয়ার লিগেই নয়, এর আগে আইপিএল ও পিএসএলে খেলার সুযোগ পেয়েছিলেন তাসকিন।
কিন্তু জাতীয় দলের ব্যস্ততা থাকায় টুর্নামেন্টগুলোতে খেলতে পারেননি এ তারকা পেসার।
এদিকে তাসকিন ছাড়পত্র না পেলেও এলপিএলে খেলার জন্য বোর্ডের সবুজ সংকেত পেয়েছেন তাওহিদ হৃদয়।
সেই হিসেবে এবারের এলপিএল খেলতে বাংলাদেশ থেকে শ্রীলংকা যাচ্ছেন কেবল সাকিব আল হাসান, তাওহিদ হৃদয় ও মোহাম্মদ মিঠুন।
বোর্ডের সেই সূত্র বলেন, ‘হৃদয়কে আমরা ছাড়পত্র দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। ও ছাড়পত্র পাবে।’