1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
রোহিতের বিরল কীর্তি — Nobanno TV
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন

রোহিতের বিরল কীর্তি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৭৪ বার পঠিত

নাগপুর, ১০ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস/ক্রিকইনফো) : ভারতের প্রথম ও বিশে^র চতুর্থ অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটেই সেঞ্চুরির বিরল কীর্তি গড়লেন রোহিত শর্মা।
নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি  সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন সেঞ্চুরি করেন রোহিত। অধিনায়ক হিসেবে এটিই তার প্রথম টেস্ট সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে এর আগে ওয়ানডেতে তিনটি ও টি-টোয়েন্টিতে দু’টি সেঞ্চুরি করেছেন রোহিত।
বিশ^ ক্রিকেটে রোহিতের আগে তিন ফরম্যাটে সেঞ্চুরি করার নজির আছে তিন অধিনায়ক শ্রীলংকার তিলকরতেœ দিলশান, দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসিস ও পাকিস্তানের বাবর আজমের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি তুলে ১২০ রানে আউট হন রোহিত। ২১২ বল খেলে ১৫টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। অধিনায়ক হিসেবে প্রথম হলেও, টেস্ট ক্যারিয়ারে নবম সেঞ্চুরির দেখা পান রোহিত।

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com