দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরনে মরকেল ভারতের জাতীয় ক্রিকেট দলের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন। নতুন দায়িত্বে তার প্রথম পরীক্ষা বাংলাদেশ সিরিজ দিয়ে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহর বরাতে এমনটাই জানিয়েছে ভারতীয় নিউজ অ্যাজেন্সি ‘পিটিআই’।
আগামী ১ সেপ্টেম্বর থেকে ভারতের বোলিং কোচ হিসেবে কাজ শুরু করার কথা রয়েছে সাবেক এই প্রোটিয়া তারকার। সেপ্টেম্বর মাসেই দুই টেস্টও সিরিজ খেলতে ভারত সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ সিরিজ দিয়েই ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে যাত্রা শুরু করবেন মরকেল । মূলত দেশী কাউকে বোলিং কোচ নিয়োগ দিতে চেয়েছিল বিসিসিআই। তবে শেষ পর্যন্ত গম্ভীরের চাওয়াই মেনে নিলো বিসিসিআই। রাহুল দ্রাবিড়ের কোচিং স্টাফে বোলিং বিভাগের দায়িত্বে ছিলেন পরশ মামব্রে। এবার তারই স্থলাভিষিক্ত হচ্ছেন ৩৯ বছর বয়সী মরকেল।
চেন্নাইয়ে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ–ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপর দুই দল তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। দক্ষিণ আফ্রিকার হয়ে ২০০৬ সালে টেস্ট ভার্সন দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে মরকেলের। ২০১৮ সালে অবসর নেওয়ার আগে তিনি প্রোটিয়াদের হয়ে ৮৬ টেস্ট, ১১৭ ওয়ানডে ও ৪৪টি টি–টেয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে ৩০৯, ওয়ানডেতে ১৮৮ এবং টি–টোয়েন্টিতে ৪৭টি উইকেট শিকার করেছেন সাবেক এই ডানহাতি পেসার।