কিছুদিন আগেই বাংলাদেশে ঘুরে গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ।
এবার দলটির তারকা ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া বাংলাদেশে আসবেন বলে গুঞ্জন উঠেছে।
এদেশের সমর্থকদের জন্যই একবার ঘুরে যেতে চান ডি মারিয়া এমনটিই জানিয়েছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম।
মঙ্গলবার ভারতীয় মিডিয়ার সংবাদ, বিশ্বকাপ ফাইনালে গোলদাতা অ্যাঞ্জেল ডি মারিয়া দুর্গাপূজায় আসবেন কলকাতায়।
সেই উপলক্ষে বাংলাদেশেও একদিন সফরে আসতে পারেন।
গত মাসে আর্জেন্টিনার বিশ্বকাপ জেতানোর অন্যতম নায়ক এমিলিয়েনো মার্টিনেজ এ দেশে এসে ঘুরে গেছেন।
তাকে কলকাতার যে ক্রীড়া উদ্যোক্তা এনেছিলেন শতদ্রু দত্ত, ডি মারিয়ার যোগসূত্রও তিনি।
ডি মারিয়ার বাংলাদেশে আসা প্রসঙ্গে তিনি বলেন,
‘কলকাতা থেকে ডি মারিয়াকে বাংলাদেশে আনার ব্যাপারটি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। ২৩ অক্টোবর এ নিয়ে কাজ করব।’
মার্টিনেজের সময় ডলার বিনিময়সহ আরও অনেক বিষয়ে জটিলতা ছিল।
শেষ পর্যন্ত মাত্র ১১ ঘণ্টার সফরে আসলেও বাংলাদেশের ক্রীড়ামোদীরা তাকে দেখতে পারেননি।
অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে ঘটেছে একটি অনাকাক্সিক্ষত ঘটনা। শতদ্রু দত্ত জানিয়েছিলেন, তার কাছে জামালের জন্য মার্টিনেজের স্বাক্ষরিত জার্সি রয়েছে।
এক মাস পেরিয়ে গেলেও জামাল সেই জার্সি এখনো হাতে পাননি।
এই প্রসঙ্গে শতদ্রু বলেন,
‘আমি বাংলাদেশে আসলে সেটি নিয়ে আসব। ডি মারিয়ার বিষয়ে কাজ করতে আসা হতে পারে তখন দিয়ে দেব।’
মার্টিনেজের সংক্ষিপ্ত সফরটি আলোচনার চেয়ে সমালোচনার জন্মই দিয়েছিল বেশি। ভারতের ক্রীড়া উদ্যোক্তার কর্মকাণ্ড ছিল প্রশ্নবিদ্ধ।
আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ক্রীড়ামোদীদের আবেগ ব্যবসায়ের উপলক্ষ্য হিসেবে মনে করছেন অনেকে। ডি মারিয়ার বিষয়টি কোন পর্যন্ত গড়ায় সেটাই দেখার বিষয়।
আরও পড়ুন :