সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন এর ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে স্বাগতিক বাংলাদেশসহ ভুটান, ভারত ও নেপাল অনূর্ধ্ব-২০ মহিলা জাতীয় ফুটবল দলের অংশগ্রহণে ‘সাফ অনূর্ধ্ব-২০ ওমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২৩’ এর খেলা গত ০৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ হতে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। উক্ত চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ওমেন্স জাতীয় দল নেপাল অ-২০ মহিলা জাতীয় ফুটবল দলের বিপক্ষে ৩-০ গোলে জয়লাভ করে। বাংলাদেশের হয়ে শাহেদা আক্তার রিপা ৪২ মিনিটে প্রথম, শামসুন্নাহার ৪৫+১ মিনিটে দ্বিতীয় এবং উন্নতি খাতুন ৮৭ মিনিটে তৃতীয় গোল করেন।
উক্ত চ্যাম্পিয়নশিপে ফেয়ার প্লে পায় : ভুটান
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার : শামসুন্নাহার (বাংলাদেশ)
বেস্ট গোলকিপার : রুপনা চাকমা (বাংলাদেশ)
হাইয়েস্ট গোল স্কোর : শামসুন্নাহার (গোল সংখ্যা: ৫)
Under the management of the South Asian Football Federation and under the supervision of the Bangladesh Football Federation, the matches of ‘SAFF U-20 Women’s Championship 2023’ started from February 03, 2023 with the participation of the host Bangladesh, Bhutan, India and Nepal U-20 Women’s National Football Team at Bir Shrestha Shahid Shipahi Mohammad Mostafa Kamal of Kamalapur. In the final match of the championship, Bangladesh U-20 Women’s National Team won 3-0 against Nepal U-20 Women’s National Football Team. For Bangladesh, Shaheda Akter Ripa scored the first goal in the 42nd minute, Shamsunnahar scored the second goal in 45+1 minutes, and Unnoti Khatun scored the third goal in the 87th minute.
Fair play in the championship: Bhutan
Most Valuable Player: Shamsunnahar (Bangladesh)
Best Goalkeeper: Rupana Chakma (Bangladesh)
Highest goal scorer: Shamsunnahar (No. of goals: 5)
Related