লিওনেল মেসির জোড়া গোল করার ম্যাচে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়েছে মায়ামি। এদিকে, বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে চেলসি।
ঘরের মাঠে অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচের আগে নতুন সাইনিং জর্ডি আলবাকে ভক্তদের সাথে পরিচয় করিয়ে দেয় ইন্টার মায়ামি।
লিগস কাপের ম্যাচের শুরুতে লিড নেয় মায়ামি। ৭ মিনিটে দুর্দান্ত ভলি গোলে মেসি এগিয়ে দেন মায়ামিকে। ১৭ মিনিটে ম্যাচে সমতা আনে অরল্যান্ডো সিটি।
গোল করেন সিজার আরাউহো। দ্বিতীয়ার্ধে আবারও এগিয়ে যায় মায়ামি। অরল্যান্ডোর ভুলে পেনাল্টি পায় ‘টাটা’ মার্টিনোর দল।
স্পটকিক থেকে ৫১ মিনিটে গোল করেন জোসেফ মার্তিনেজ। খেলার ৭২ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন ফুটবল জাদুকর।
মায়ামির শেষ ম্যাচেও লিও জোড়া গোল করেছিলেন।
অন্যদিকে, প্রীতি ম্যাচে বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে মুখোমুখি হয়েছিলো ইংলিশ ক্লাব চেলসি ও জার্মান বরুশিয়া ডর্টমুন্ড।
খেলার ৮০ মিনিটে ডর্টমুন্ডের হয়ে মারিয়াস উলফ গোল করে দলকে এগিয়ে দেন। ৮৯ মিনিটে ম্যাসন বার্স্টোর গোলে ম্যাচে ফেরে চেলসি। ড্র হয় ম্যাচ।
আরও পড়ুন :