ভারতের মতো দলকে বড় ধাক্কা দিয়েছে ওয়েস্টইন্ডিজ ।
যেই দলের অন্যতম ক্রিকেটার হার্দিক পান্ডিয়া কিছুদিন আগেই বলেছিলেন,
তাদের তৃতীয় এবং চতুর্থ শ্রেণির দল বিশ্বের যেকোনো টুর্নামেন্টে জয় বের করে আনতে পারবে।
কিন্তু এবার মূল দলই ব্যর্থ হয়েছে ক্যারিবীয়ানদের বিপক্ষে।
আর সিরিজ হেরে হার্দিক বলেছেন, মাঝেমধ্যে হারা ভালো।
রোববার (১৩ আগস্ট) পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে মুখোমুখি হয়েছিল ভারত ও ওয়েস্টইন্ডিজ ।
যেখানে ৮ উইকেটের সহজ জয় নিয়ে সিরিজে নিশ্চিত করে ওয়েস্টইন্ডিজ ।
তারা সিরিজটি ৩-২ ব্যবধান জেতে।
ম্যাচ শেষে ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেছেন,
‘মাঝেমধ্যে হারা ভালো। এমন ম্যাচ হারলে অনেক কিছু শেখা যায়।
তাছাড়া জয়-পরাজয় তো খেলারই অংশ।
এই ম্যাচে জয়-পরাজয় থেকে বেশি গুরুত্বপূর্ণ সকলের ধারাবাহিকতা।
সেই জায়গা থেকে ছেলেরা খুব ভালো করেছে।
একটি দলে জন্য এটি খুব গুরুত্বপূর্ণ।
ভারতের দলপতি আরও বলেন, ‘একটি সিরিজ হারলে তেমন কিছু যায় আসে না।
আমরা যদি আমাদের লক্ষ্য ঠিক রাখতে পারি তাহলে সাফল্য আসবেই।
তাছাড়া বিশ্বকাপ এখনও অনেক দূরে রয়েছে।
ম্যাচটি থেকে আমাদের শেখার অনেক কিছু রয়েছে।
সামনে ওয়ানডে বিশ্বকাপ রয়েছে। আপাতত সেদিকে নজর দিতে হবে।
এই সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে ছিল স্বাগতিক ওয়েস্টইন্ডিজ ।
এরপর সিরিজে ঘুরে দাঁড়ায় ভারত। টানা দুই ম্যাচ জিতে সমতায় ফেরে ম্যান ইন ব্লুরা।
সুযোগ ছিল টানা তিন ম্যাচ জিতে টি-টোয়েন্টি ইতিহাসে রেকর্ড গড়ার। তবে সেটি হতে দেননি ক্যারিবীয়ানরা।
আরও পড়ুন :