প্রায় একযুগ পর ওয়ানডে ক্রিকেটের নেতৃত্ব উঠেছে সাকিবের কাঁধে। তবে দল সাজাতে খুব বেশি সময় পাচ্ছেন না সাকিব। আগামীকালের (শনিবার) মাঝেই এশিয়া কাপের দল দিতে হবে বিসিবিকে।
ফলে আজকের মাঝেই নিজের দল বুঝে নিতে হবে সাকিবকে। মূলত অধিনায়ক নির্বাচন না হওয়ায় দল দিতে বেগ পেতে হচ্ছিলো নির্বাচকদের।
তবে বিসিবি সভাপতি বললেন, আগামীকাল শনিবার ঘোষণা করা হতে পারে দল।
শুক্রবার গুলশানে নিজ বাসভবনে সাকিবকে ওয়ানডে নেতৃত্ব বুঝিয়ে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এই সময় এশিয়া কাপের দল ঘোষণা প্রসঙ্গেও কথা বলেন তিনি।
তিনিও জানান, অধিনায়ক না থাকাতেই দল ঘোষণা হতে দেরি হচ্ছে বিসিবির।
পাপন বলেন, ‘আমার সাথে কথা হয়নি কখন ওরা দল ঘোষণা করবে। আমার জানা মতে কাল ওদের দল ঘোষণা করার কথা।
ওদেরও একটা সমস্যা হয়েছে, যে যতক্ষণ অবধি না জানে অধিনায়ক কে হচ্ছেন।
তার সাথে কথা না বলে স্কোয়াড দিয়ে দেয়া এটাও আবার তাদের জন্য একটা অসুবিধা।’
পাপন আরো বলেন,
‘এখানে একটা সমস্যা হয়েছে যে অধিনায়কের সাথে ওরা কথা বলতে পারছিল না, আবার কোচও কালকে এসেছে। আমার ধারণা কালকে দিয়ে দেবে।’
দল নির্বাচনের পদ্ধতিতে অধিনায়কের কী ভূমিকা তাও স্পষ্ট করেন পাপন। বলেন, ‘সাধারণত বড় একটা তালিকা তৈরি করে নির্বাচকরা।
যা কোচ ও অধিনায়কের কাছে পাঠায়। তাদের মতামত নেয়। এরপর সবাইকে কাভার করে একটা স্কোয়াড ঘোষণা করে।’
আরও পড়ুন :