ইনজুরির সঙ্গে লড়াই করা তামিম ইকবালের এশিয়া কাপে খেলা নিয়ে ধোয়াশার অবসান ঘটতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত আটটায় আসতে যাচ্ছে এশিয়া কাপে তামিমের থাকা না থাকার চূড়ান্ত সিদ্ধান্ত।
ইতোমধ্যেই বোর্ডের কর্তাদের সঙ্গে রাজধানীর একটি হোটেলে আলোচনায় বসেছেন তামিম ইকবাল। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় শুরু হয় সেই আলোচনা সভা।
সভা শেষে রাত ৮টায় নিজের শারীরিক অবস্থা সাংবাদিকদের জানাবেন তামিম। একইসঙ্গে এশিয়া কাপে তার ভবিষ্যৎটাও জানিয়ে দেওয়া হবে।
যদি তামিম কোনো কারণে এশিয়া কাপে খেলার জন্য সবুজ সংকেত না পান, তবে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের মিশনে দলের নেতৃত্ব বর্তাবে সহ-অধিনায়ক লিটন দাসের ওপর।
আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপের মিশন। টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিন আফগানিস্তানের বিপক্ষ্যে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের এশিয়া কাপের মিশন।
আরও পড়ুন :