আইপিএলের সুবাদে পাল্টে গেছে ভারতের ক্রিকেটের চেহারা। যার ছাপ পড়েছে খেলোয়াড়দের উপর। ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে কাড়ি কাড়ি অর্থ আয়ে অহংকার বাড়ছে খেলোয়াড়দের।
আর এই অহংকার ভারতীয় ক্রিকেটারদের ধ্বংস করছে বলে মনে করছেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতের অধিনায়ক কপিল দেব।
সম্প্রতি দ্য উইক ম্যাগাজিনে এক সাক্ষাৎকারে ক্রিকেট নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন কপিল দেব। সেখানে দেশটির ক্রিকেটারদের নিয়েও কথা বলেছেন তিনি।
যেখানে তাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
কপিল দেব বলেছেন, ‘বর্তমানে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রচণ্ড আত্মবিশ্বাস রয়েছে। তবে সেইসঙ্গে তাদের মধ্যে অহংকারও রয়েছে।
তারা প্রচুর অর্থ উপার্জন করছে। তাতে তাদের মধ্যে এক ধরণের অহংকার তৈরি হয়েছে। এটিই তাদের ধ্বংস করছে। তারা এখন নিজেরাই সব, সেটি বিশ্বাস করে।’
ভারতের সাবেক এই অধিনায়ক আরও বলেন,
‘খুব বেশি অর্থ আসলে, অহংকারও আসে। এসব ক্রিকেটাররা মনে করে তারা সবকিছু জানে। এটাই পার্থক্য। আমার মতে অনেক ক্রিকেটার আছে যাদের সাহায্য প্রয়োজন।
সুনীল গাভাস্কার রয়েছেন, ‘তার পরামর্শ কেন চায় না? এত কিসের ইগো?’ আসলে ওরা মনে করে, ‘ওরা যথেষ্ট ভালো।’ সেটা হতেই পারে।
তবে ক্রিকেটে ৫০টি মৌসুম কাটানো কারও সাহায্য নিলে, তার পরামর্শ শুনলে তোমাদের ভাবনা চিন্তা বদলে যেতে পারে।’
সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার অন্যতম সম্মানজনক এক নাম। তিনি সম্প্রতি আক্ষেপ নিয়েই বলেছেন, বর্তমান সময়ের ক্রিকেটাররা খুব কমই তার কাছে পরামর্শের জন্য আসে।
‘এরপরও কেউ আসেনি। রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ নিয়মিত আমার কাছে আসতেন।
তারা নির্দিষ্ট কোনো একটি সমস্যা নিয়ে আমার কাছে আসতেন। এসব বিষয়ে আমার কোনো অহংকার নেই।’
আরও পড়ুন :