পবিত্র হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৫৩৬ জন হাজি।
এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।
এবছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ১০৬ জন বাংলাদেশির মারা যাওয়ার খবর দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
এরমধ্যে গতকাল শুক্রবার (১৪ জুলাই) মারা গেছেন ২ জন।
রাতে হজ পোর্টালে জানানো হয়- শুক্রবার পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ১৫০টি।
এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৬১টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৬১টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ২৮টি।
এদিকে, হজে গিয়ে এবছর ১০৬ জন বাংলাদেশি মারা গেছেন।
তাদের মধ্যে পুরুষের সংখ্যা ৮১ ও নারী ২৫ জন।
এদের মধ্যে মক্কায় ৮৭, মদিনায় ৬, জেদ্দায় ১, মিনায় ৯, আরাফায় ২, মুজদালিফায় একজন মারা গেছেন।
সৌদি আরবের আইন অনুযায়ী, সেখানেই তাদের দাফন করা হয়েছে।
এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৭ জুন।
দেশ থেকে হজ যাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট শুরু হয়েছিল ২১ মে।
দেশটিতে যাত্রার শেষ ফ্লাইটটি ছিল ২৪ জুন।
হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয় ২ জুলাই, চলবে ২ আগস্ট পর্যন্ত।
আরও পড়ুন :