হজে এক দিনেই মারা গেছেন সাতজন বাংলাদেশি হাজি। এতে করে এখন পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে।
সৌদি আরবে অবস্থানকালে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে। এ ছাড়া অনেকে স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার (২৯ জুন) হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম এই তথ্য জানিয়েছেন।
হাব সভাপতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে জানান, বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টা পর্যন্ত সৌদি আরবে মোট মৃত হাজির সংখ্যা ৪৩ জন।
এর মধ্যে আজ এক দিনেই সাতজন হাজি মারা গেছেন বলে জানান হাব সভাপতি।
২ জুলাই থেকে শুরু হচ্ছে হজের ফিরতি ফ্লাইট। চলবে ২ আগস্ট পর্যন্ত যারা প্রথমে মদিনা গিয়েছেন তারা এবার দেশে ফিরবেন।
আর যারা মদিনায় যাননি তারা মদিনায় যাবেন। সেখান থেকেই তাদের দেশে ফেরার কথা রয়েছে।
এবার বাংলাদেশ থেকে লক্ষাধিক লোক হজে গেছেন। করোনা মহামারির পর এবারই প্রথম পুরনো রূপে পালিত হয়েছে হজ। সব মিলিয়ে প্রায় ২৫ লাখ মানুষ এবার হজ পালন করেছেন।
আরও পড়ুন :